জীবননগরে অপহৃত পাঁচজনকে যশোর থেকে উদ্ধার, গ্রেপ্তার ৩
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া থেকে পাচারকৃত স্বর্ণ আত্মসাতের জেরে অপহৃত পাঁচজনকে যশোরের ঝিকরগাছা উপজেলার কুল্লা গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে যৌথ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার (৫ নভেম্বর) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, আজ সকাল ৭টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও পুলিশ সুপারের বিশেষ টিম যৌথভাবে অভিযান চালিয়ে অপহৃত পাঁচজনকে উদ্ধার করে।
সংবাদ সম্মেলনে বলা হয়, জীবননগরের গোয়ালপাড়া (মাঠপাড়া) গ্রামের হাজারী মণ্ডলের ছেলে মো. শওকত আলী ২১ অক্টোবর থানায় করা মামলায় উল্লেখ করেন, স্বর্ণ চোরাচালান ও আত্মসাৎকে কেন্দ্র করে তার ছেলে ও আরও কয়েকজনকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আব্দুল মজিদ (৪০), মো. মিজানুর রহমান রুবেল (৩০), লালন মণ্ডল (৪২), মো. আব্দুস সামাদ (৪৫), মো. বিপ্লব হোসেন (৫০) ও মো. শাহীনের (৩২) নাম উল্লেখসহ তিন–চারজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়। গত ১২ অক্টোবর ও ১৩ অক্টোবর তাদের অপহরণ করা হয়। অপহৃত ব্যক্তিরা হলেন— মো. শফিকুল ইসলাম (৩৫), মো. আনারুল ইসলাম (৫০), মো. হাসান মিয়া (২৬), মো. আবুল হোসেন (২৭) ও মো. স্বপন ইসলাম (৪৪)।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের ও সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. আনোয়ারুল কবীরের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। যশোরের হাজিরবাগ ইউনিয়নের কুল্লা গ্রামের রেজাউল ইসলামের খামারবাড়ি থেকে অপহৃত ব্যক্তিদের উদ্ধার করা হয়। অভিযানে খামারের মালিক রেজাউল ইসলাম ও সহযোগী আব্দুল গফফার পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মো. বিল্লাল হোসেন (৪০), মোছা. সাগরিকা খাতুন (২৮) ও বিকাশ দেবনাথকে (৩০) গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ১১ অক্টোবর সকালে বগার মাঠের ভেতর দিয়ে যাওয়ার সময় স্বর্ণ পাচারকারী শফিকুল ইসলামের কাছে থাকা ৫০ পিস স্বর্ণের বার নিখোঁজ হয়। এ ঘটনার পর স্বর্ণের মালিকপক্ষ ক্ষিপ্ত হয়ে শফিকুলসহ অন্যদের অপহরণ করে কুল্লা গ্রামের ওই খামারবাড়িতে নিয়ে বন্দি করে রাখে। এরপর তাদের ওপর অমানুষিক শারীরিক নির্যাতন চালানো হয় এবং শফিকুল ইসলামের চারটি আঙুল কেটে ফেলা হয়।

রিপন হোসেন, চুয়াডাঙ্গা (জীবননগর, দামুড়হুদা ও দর্শনা স্থলবন্দর)