নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবিতে রাজপথে ৮ দলের নেতাকর্মীরা
জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং নভেম্বরে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে রাজধানীর পল্টন মোড়ে জমায়েত হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আট দলীয় জোটের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) পল্টন থেকে সংক্ষিপ্ত সভা শেষে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে তাদের।
আরও পড়ুন : প্রণোদনার ভাগ না পাওয়ায় কৃষি কর্মকর্তাকে পেটালেন ছাত্রদল নেতা
ইতোমধ্যে পল্টন মোড়ে জমায়েত হয়েছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় তারা পাঁচ দফার পক্ষে স্লোগান ও বক্তব্য দিচ্ছেন। অন্যদিকে, মতিঝিল মোড়ে জমায়েত হয়েছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সেখানে বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা। এছাড়া অন্যান্য দলের নেতাকর্মীরাও পৃথক পৃথক মিছিল নিয়ে পল্টন এলাকায় জড়ো হচ্ছেন।
আরও পড়ুন : ফিলিপাইনে টাইফুন ‘কালমেগি’র আঘাতে নিহত বেড়ে ১৪০
এর আগে গত সোমবার (৩ নভেম্বর) যুগপৎ আন্দোলনরত আট দলের শীর্ষ নেতাদের বৈঠক থেকে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়ার এই কর্মসূচি ঘোষণা করা হয়। আন্দোলনরত আট দলগুলো হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

নিজস্ব প্রতিবেদক