পদ না ছেড়েও নির্বাচনে অংশ নিতে সংবিধানে বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, সংবিধান অনুযায়ী বর্তমান পদ না ছেড়েই আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
মো. আসাদুজ্জামান তার অবস্থানের ব্যাখ্যা দিয়ে জানান, অ্যাটর্নি জেনারেল সরকারি কোনো কর্মচারী নন। তিনি সংবিধানের ৬৪ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। এটি সরকারি কোনো কর্মচারীর পদ নয়।
তিনি দাবি করেন, অ্যাটর্নি জেনারেল পদে থেকেও নির্বাচন করতে পারেন। এতে আইনে কোনো বাধা নেই।
তিনি আরও যোগ করেন, ‘আমার দায়িত্ব পালনের সময় আমি রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল।’
মো. আসাদুজ্জামান বলেন, ‘অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের পক্ষের। অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব হলো—যদি তিনি মনে করেন কোনো ঘটনায় সরকারের কোনো পদক্ষেপ সমর্থনযোগ্য নয় বা রাষ্ট্রের জন্য ক্ষতিকর, তাহলে সেটার বিরোধিতা করা।’
তিনি দাবি করেন, তার নির্বাচন করা নিয়ে বুধবার (৫ নভেম্বর) সংবাদমাধ্যমে বিষয়টি সঠিকভাবে প্রচার হয়নি।

নিজস্ব প্রতিবেদক