দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের বিচার শুরু
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক আয়েশা নাসরিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের জন্য ২০ জানুয়ারি দিন ধার্য করেছেন।
এদিন এস কে সুরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতে অভিযোগ গঠন করা হয়। এ সময় নিজেকে নির্দোষ দাবি করেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই কর্মকর্তা।
মামলা সূত্রে জানা যায়, এস কে সুরের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ বা সম্পত্তির মালিক হওয়ার অভিযোগে তার নিজের ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে বা বেনামে অর্জিত যাবতীয় স্থাবর বা অস্থাবর সম্পদ ও সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী দাখিল করার জন্য সম্পদ নোটিশ জারি করা হয়।
তিনি গত বছরের ২৭ অক্টোবর নিজ সইয়ে সম্পদ বিবরণী দাখিলের আদেশসহ সম্পদ বিবরণী ফরম গ্রহণ করেন। কিন্তু আদেশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি।
গত বছর ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন এ মামলাটি করেন। তদন্ত শেষে চলতি বছরের ২৫ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক।
গত ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এ ডেপুটি গভর্নরকে গ্রেপ্তার করে দুদক। ওই দিন তাকে কারাগারে পাঠানো হয়। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)