হাসিনা-আ.লীগের বিষয়ে দলগুলোর অবস্থান স্পষ্ট করতে হবে : প্রেস সচিব
শেখ হাসিনা-আওয়ামী লীগের বিষয়ে সব রাজনৈতিক দলগুলোর স্পষ্ট করতে হবে বলে মন্তব্য করেছেনন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আজ শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
প্রেস সচিব বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিষয়ে সবাইকে স্পষ্ট করে বলতে হবে, আমরা কি চাই। কেননা আজকেও আপনি দেখবেন, সে (শেখ হাসিনা) বলছে যে যারা জুলাই আন্দোলন করেছেন, সবাই টেররিস্ট।
শফিকুল আলম বলেন, ১৮ কোটি লোককে টেররিস্ট বলে উনি (শেখ হাসিনা) ক্ষমতায় আসতে চাচ্ছেন। কি ভয়াবহ। যখনই আপনি একজন লোককে টেররিস্ট বলছেন, তাকে আপনি হত্যাযোগ্য করছেন। মানে উনি চাচ্ছেন ১৮ কোটি লোককে হত্যা করে ক্ষমতায় আসবেন। এই বিষয়ে আমার মনে হয় পলিটিক্যাল পার্টিগুলোর শক্ত একটা অবস্থান নিতে হবে। কেননা এটা আমাদের জন্য অস্তিত্বের প্রতি হুমকি।
আগামী জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ফুললি কমিটেড ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন করার জন্য। ইলেকশন হবেই। আমরা বারবার একই মেসেজ বারবার দিচ্ছি— পুরো ক্যাবিনেট, পুরো উপদেষ্টা পরিষদ, চিফ এডভাইজার সবাই এটার জন্য রাতদিন কাজ করছেন। ইলেকশন ঠিক টাইমে, একদম ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে।

নিজস্ব প্রতিবেদক