ঐকমত্য কমিশন জাতির সঙ্গে খেলা করেছে : সেলিমা রহমান
জাতীয় ঐকমত্য কমিশন জাতির সঙ্গে খেলা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে ঝামেলা সৃষ্টির ইঙ্গিত চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, জনগণকে সাথে নিয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করবে বিএনপি।
আজ শনিবার (৮ নভেম্বর) দুপুরে সিলেট নগরীর দরগাহ গেইট এলাকার একটি হলরুমে নারী ও শিশু অধিকার ফোরামের এক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেলিমা রহমান এসব কথা বলেন।
নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় সেমিনারে নারী ও শিশু অধিকার ফোরামের নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন সিলেট জেলা, সিলেট মহানগর, হবিগঞ্জ জেলা, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার বর্তমান ও সাবেক নারী জনপ্রতিনিধিরা।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেলিমা রহমান বলেন, গণভোট ও সংসদ নির্বাচন একই দিনে চায় বিএনপি। ঐকমত্য কমিশনে যারা ছিলেন, তাদের অনেকে এই দেশের কেউ নন। তারা বাংলাদেশের সংবিধান নিয়ে কাজ করতে পারেন না।
বিএনপির এই নেত্রী আরও বলেন, কমিশনে সরকার প্রধানই ছিলেন সভাপতি। আমরা সনদে নোট অব ডিসেন্টসহ স্বাক্ষর করেছিলাম। সেখানে সরকার প্রধান ড. ইউনূসও স্বাক্ষর করেছেন। কিন্তু এখন সনদে নোট অব ডিসেন্ট নেই। এটা তো পুরো জাতির সঙ্গে তারা খেলা করেছেন বলে মনে হচ্ছে।
বর্তমান সরকারের অধীনে গুম কমিশনের কাজ কার্যকরভাবে হচ্ছে না দাবি করে সেলিমা রহমান বলেন, এ বিষয়ে জনগণের মধ্যে হতাশা বাড়ছে।

সজল ছত্রী, সিলেট