চা বিক্রি করে রনির আয় লাখ টাকা
কলেজ শিক্ষার্থী রনি ভাই এখন স্থানীয়দের মুখে মুখে—তার তৈরি ‘হইচই চা’ নিয়ে চলছে তোলপাড়। ভিন্ন স্বাদ ও উপস্থাপনায় তৈরি এই চা খেতে প্রতিদিন ভিড় জমাচ্ছে শতশত মানুষ। কেউ ভিডিও করছে, কেউ ছবি তুলে সামাজিক মাধ্যমে দিচ্ছে শেয়ার।
রনির দাবি, তার চায়ের বিশেষ রেসিপিতে রয়েছে একাধিক স্বাদ, আর এই নতুনত্বই তাকে দিয়েছে ভাইরাল জনপ্রিয়তা। বর্তমানে মাসে তার আয় লাখ টাকারও বেশি। স্থানীয়দের মতে, তরুণ এই উদ্যোক্তা শুধু ব্যবসা নয়, বরং এক অনুপ্রেরণার গল্প তৈরি করেছেন। ‘হইচই চা’ এখন ফরিদপুরের পরিচিত ব্র্যান্ডে পরিণত হয়েছে, যেখানে ভিড় থাকে সকাল থেকে রাত পর্যন্ত। এমন উদ্যমী উদ্যোগ তরুণ সমাজের উদ্যোক্তা হওয়ার নতুন অনুপ্রেরণা হয়ে উঠছে।
বিস্তারিত দেখুন ভিডিওতে….

এনটিভি অনলাইন ডেস্ক