বিয়ের পিঁড়িতে বসা হলো না এনজিওকর্মীর
বিয়ের পিঁড়িতে বসা হলো না গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এনজিওকর্মী শুভ মণ্ডলের (৩০)। রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় শরীয়তপুর জেলা সড়ক বিভাগের সামনে ট্রাকচাপায় মারা যান তিনি।
নিহত শুভ মন্ডল পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মধ্য বানীয়ারি এলাকার অজয় মণ্ডলের ছেলে। তিনি গাক-এ কর্মরত ছিলেন।
গাক ও পুলিশ সূত্রে জানা যায়, শুভ মণ্ডল ছয় মাস আগে এই এনজিওতে যোগ দেন। সম্প্রতি তার বিয়ের জন্য কনে দেখা সম্পন্ন হয়। আগামী শুক্রবার বাড়ি ফিরে বিয়ের দিন-তারিখ দেওয়ার কথা ছিল। রোববার সন্ধ্যায় প্রতিদিনের মতো মাঠ পর্যায়ের কাজ শেষ করে অফিসে ফিরছিলেন তিনি। পুলিশ সুপারের বাসভবনের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
গাকের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার আনোয়ার হোসেন বলেন, শুভ ছয় মাস আগে আমাদের এখানে যোগদান করেন। ছেলে হিসেবে তিনি বিনয়ী ও ভদ্র ছিলেন। আগামী সপ্তাহে বাড়ি ফিরে তার বিয়ের দিন-তারিখ দেওয়া কথা ছিল। রোববার সন্ধ্যায় কাজ শেষে অফিসে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, এই ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় শুভ নামের ছেলেটি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আমরা এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করব।

আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর