বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় রেলওয়ে পুলিশ নিহত
নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় কমলাপুর রেলওয়ে পুলিশ সদস্য রায়হান (৩২) নিহত হয়েছেন। আজ সোমবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার কেশাইল গ্রামের শ্যালুকুড়ি ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।
কাশিমালা গ্রামের রেজাউল ইসলামের ছেলে রায়হান ঢাকা কমলাপুর রেলওয়ে থানায় কর্মরত ছিলেন। তিনি কিছুদিনের ছুটি কাটাতে স্ত্রী মিম্মা ও চার বছরের শিশু পুত্র আব্দুর রহমানকে নিয়ে নিজ গ্রামে এসেছিলেন।
জানা গেছে, সোমবার দুপুরে মোটরসাইকেলযোগে তিনি স্ত্রী-সন্তানকে নিয়ে আক্কেলপুর যাচ্ছিলেন। পথে কেশাইল শ্যালুকুড়ি ব্রিজের কাছাকাছি পৌঁছালে একটি ট্রাককে ওভারটেক করার সময় সামনে থাকা একটি ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে রায়হান ছিটকে পড়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারান।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় রায়হানের মৃত্যু হয়। দুর্ঘটনায় রায়হানের স্ত্রী মিম্মা ও চার বছরের শিশু সন্তান আব্দুর রহমানও গুরুতর আহত হন। তাদের আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)