গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রোববার (৯ নভেম্বর) দিনগত রাতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের উপকমিশনার (ডিসি) মাকছুদের রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ছাড়া আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসাপ্রতিষ্ঠান প্রবর্তনার সামনে দুটি ককটেলের বিস্ফোরণ হয়েছে। এতে কেউ হতাহত হয়নি।
অন্যদিকে, একই সময়ে ধানমণ্ডি-২৭ এ মাইডাস সেন্টারের সামনে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে মোটরসাইকেলে পালিয়ে যায়। এ ঘটনায়ও কোনো হতাহত নেই।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পৃথক বার্তায় এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন : রাজধানীতে দুই বাসে আগুন
গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা নিয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন গণমাধ্যমকে জানান, সিসিটিভি ফুটেজে ভোররাত পৌনে ৪টার দিকে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি গ্রামীণ ব্যাংকের সীমানা ঘেঁষে একটি ককটেল ছুড়ে মারেন। সেটি বিস্ফোরণের পরপর তারা পালিয়ে যান। দুজনের মাথায় হেলমেট ছিল।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনা তদন্ত করা হচ্ছে। তবে এখনও কাউকে আটক করা যায়নি।

নিজস্ব প্রতিবেদক