নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর নয়াপল্টন মিডওয়ে হোটেল গলিতে হক বে শোরুমের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শনিবার (১১ মে) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এতে সানী (১৬) নামে এক কিশোর আহত হয়েছে। তার দুই হাত ও দুই পা ককটেলের বিস্ফোরণের স্প্রিন্টার আঘাত লাগে।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, ককটেল বিস্ফোরণে আহত সানিকে প্রথমে রাজারবাগ পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ওই কিশোর ভাঙ্গারী টোকাই। ঘটনাস্থলে ভাঙ্গারী টোকানোর সময় এক শপিং ব্যাগ পায়। সেখান থেকেই বিস্ফোরণ ঘটে। এতে সানির পা ও হাতের তালু ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া বাম হাত ও দুই পায়ে সামন্য স্পিল্নটার আঘাত লাগে।
সানী জানান, তার বাবার নাম টিটু মিয়া। বাড়ি চট্টগ্রামে। তবে নয়াপল্টন ও কাকরাইল এলাকায় ভাসমান অবস্থায় থাকে এবং ভাঙ্গারি কুড়িয়ে বিক্রি করে। আজকে নয়াপল্টন এলাকায় ভাঙ্গারি টোকাতে গিয়ে একটি শপিং ব্যাগ পায়। ব্যাগে হাত ঢুকাতেই দুটি ককটেল বিস্ফোরণ হয়।
পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. সেন্টু মিয়া জানান, পরিত্যক্ত অবস্থায় ব্যাগের ভিতরে থাকা ককটেল বিস্ফোরণে সানি নামে এক টোকাই আহত হয়েছে। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।
এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও নিঃশর্ত মুক্তিসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে যুবদলের আয়োজনে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি।
সরেজমিন গিয়ে দেখা যায়, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গসংগঠন এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।