নিম্ন আদালতের পিপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ
প্রতীকী ছবি
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে।
বিশেষ পাবলিক প্রসিকিউটর মাহবুবুর রহমান রানা এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মাহবুবুর রহমান রানা বলেন, আজ বিকেল সোয়া ৪টায় পিপি অফিস রেবুতি ম্যানশানের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণের ফলে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।
বিশেষ পাবলিক প্রসিকিউটর আরও বলেন, ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। দোষীদের দ্রুত শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

আদালত প্রতিবেদক