মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ, আহত ২
মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ। ছবি : এনটিভি
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড আবারও কেঁপে উঠল ককটেল বিস্ফোরণের শব্দে। রোববার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে অদম্য ৭১ শহীদ স্মৃতি স্তম্ভের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের পর, রাত সাড়ে ১০টায় পৌর সুপার মার্কেটের সামনে আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে।
এই তিন দফা বিস্ফোরণে আহত হয়েছেন রিকশাচালক সাগর এবং নবীন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আমিনুল ইসলাম। তিনি জানান, বিস্ফোরণের স্থানগুলোতে পুলিশ ইতোমধ্যে সুরক্ষা বলয় তৈরি করেছে এবং ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ