দিনাজপুরে বাস উল্টে প্রাণ গেল তিন বছরের শিশুর, আহত ১৫
দিনাজপুরের নতুন ভুষিবন্দর এলাকায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় তাইফ (৩) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন যাত্রী। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে দশমাইল হাইওয়ে মহাসড়কের নতুন ভুষিবন্দর তেল পাম্পের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু তাইফ দিনাজপুর জেলার বিরল উপজেলার নিজামপুর এলাকার বাসিন্দা রবিউল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, পঞ্চগড় থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী বাস নতুন ভুষিবন্দর তেল পাম্প এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় দ্রুতগতির বাসটি সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক পিলারের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে বাসটি মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও দিনাজপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বশীল সূত্র জানায়, দুর্ঘটনায় আহত অবস্থায় তাদের হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শিশু তাইফকে মৃত ঘোষণা করেন। বর্তমানে আহত অপর ১৫ জন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে আরমান, শুভ, শাহজাহান (তিলক), উজ্জ্বল, রিয়াজুল ও নজরুল ইসলামসহ নারী ও পুরুষ যাত্রী রয়েছেন।
এ বিষয়ে দিনাজপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী জানান, দুর্ঘটনায় একজন শিশু নিহত হয়েছেন এবং ১৫ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে ঘটনার পর সংশ্লিষ্ট মোটরসাইকেলটি ঘটনাস্থলে পাওয়া গেলেও আরোহীকে পাওয়া যায়নি।

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)