পাকিস্তানে ঘন কুয়াশায় ট্রাক খালে, নারী ও শিশুসহ নিহত ১৪
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোদায় ঘন কুয়াশার কারণে একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শুষ্ক খালে পড়ে যাওয়ার ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে সারগোদোর কোট মমিন সংলগ্ন গাল্লাপুর বাংলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পাকিস্তান অবজারভারের।
জানা গেছে, একটি মিনি ট্রাকে করে ২৩ জন যাত্রী একটি জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তা থেকে ছিটকে পাশের একটি শুকনো খালে পড়ে যায়। ট্রাকটি আছড়ে পড়ার সাথে সাথেই ঘটনাস্থলে সাতজন প্রাণ হারান।
উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে টিএইচকিউ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজন মারা যান। নিহতদের মধ্যে ছয়জন শিশু, পাঁচজন নারী এবং তিনজন পুরুষ রয়েছেন।
প্রচণ্ড শীত ও ঘন কুয়াশার কারণে পাকিস্তানের পাঞ্জাবসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে সড়ক ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পাঞ্জাব, সিন্ধু এবং খাইবার পাখতুনখোয়ার সমতল এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। শুষ্ক ও শীতল আবহাওয়ার কারণে সাধারণ মানুষকে চলাচলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক