রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ
রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর কলেজপাড়া এলাকায় দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে সিফাত (১২) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিনোদপুর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। আহত সিফাত ওই এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, শিমুল ও ইনসান গ্রুপের মধ্যে চলা সংঘর্ষের সময় ছোড়া একটি গুলি সিফাতের পাঁজরের নিচে ও পেটের উপরের অংশে বিদ্ধ হয়। রাতেই পরিবারের সদস্যরা তাকে দ্রুত রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুরুল আজম ও সার্জারি বিশেষজ্ঞ ডা. রাজীব দে সরকার শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিপদমুক্ত করেন।
চিকিৎসকরা জানান, গুলির আঘাতে শিশুটির খাদ্যনালীর একাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সে সময় সে ‘হাইপোভলিউমিক শকে’ ছিল। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত শিশুর মা অভিযোগ করে জানান, বালুমহাল নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে চলা বিরোধের জেরে এই সংঘর্ষের সূত্রপাত। সেই সময় সন্ত্রাসীদের ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার সন্তানের গায়ে লাগে। দ্রুত চিকিৎসা পাওয়ায় তার সন্তান প্রাণে বেঁচে গেছে বলে তিনি জানান।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, শহরের শিমুল ও ইনসান- এই দুই গ্রুপের মধ্যে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। শিমুলের পক্ষের ছোড়া গুলিতে শিশুটি আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো. কবির হোসেন, রাজবাড়ী