চট্টগ্রামে গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে ঢাকায় স্থানান্তর, খোঁজ নিলেন তারেক রহমান
চট্টগ্রামে গণসংযোগ চলাকালে গুলিবিদ্ধ বিএনপি নেতা ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
গত ৫ নভেম্বর (বুধবার) বিকেলে চট্টগ্রাম-৮ আসনের হামজারবাগ এলাকায় গণসংযোগে অংশ নেওয়ার সময় দুষ্কৃতিকারীদের গুলিতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়। সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব জনাব এ.বি.এম. আব্দুস সাত্তার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে স্কয়ার হাসপাতালে গিয়ে এরশাদ উল্লাহর পরিবারের সদস্য ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
পরবর্তীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টেলিফোনে এরশাদ উল্লাহর ছেলের সঙ্গে কথা বলেন ও খোঁজখবর নেন। তিনি এরশাদ উল্লাহর দ্রুত আরোগ্য কামনা করেন এবং পরিবারের প্রতি সহমর্মিতা জানান।

নিজস্ব প্রতিবেদক