নবীনগরে যুবক গুলিবিদ্ধ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে রাব্বি (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর এলাকার কালিবাড়ির মোড়ে এ গুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রাব্বি উপজেলার শাহবাজপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় কালিবাড়ির মোড়ে হঠাৎ করেই বখাটে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। গুলির বিকট শব্দে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কালিবাড়ি এলাকার স্থানীয় ব্যবসায়ীরা নিজ নিজ দোকান বন্ধ করা শুরু করেন। এ সময় রাব্বি গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
গুলিবিদ্ধ রাব্বি হাসপাতালে সাংবাদিকদের জানান, একটি সালিশ সভায় তিনি তার বন্ধুর সঙ্গে গিয়েছিলেন। সেখান থেকে বের হওয়ার পর পরই গুলির ঘটনা ঘটে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তিনি প্রাথমিকভাবে শনাক্ত করতে পারেননি।
নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যায় গোলাগুলির ঘটনায় বুকে গুলিবিদ্ধ রাব্বিকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় হাসপাতালে স্থানান্তর করেছি।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ বলেন, গুলিবিদ্ধ এক যুবককে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ কাজ করছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত শনাক্ত করার চেষ্টা চলছে।

কাউছার আলম, ব্রাহ্মণবাড়িয়া (নবীনগর-বাঞ্ছারামপুর)