আদালতের রায়ে শ্রদ্ধা জানাতে ইসিকে আহ্বান
নির্বাচন কমিশনকে (ইসি) বাগেরহাটের চারটি আসনই বহাল রাখার আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা জানাতে আহ্বান জানিয়েছে বাগেরহাটবাসী। জেলাবাসীর প্রতিনিধিদল নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করে এ আহ্বান জানায়।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সিইসির সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান (দিপু) সাংবাদিকদের কাছে এ তথ্য তুলে ধরেন।
অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান বলেন, রায়ের কপি ইসিতে আসেনি। আমরা তার আগেই ইসি সচিব ও সিইসির সঙ্গে দেখা করেছি। আমরা বাগেরহাটের জনগণের আর্জি তাদের জানিয়েছি। আইনি-বেআইনি যে প্রক্রিয়ায় হোক, ইসি যে কাজটি করেছে তা দেশের সর্বোচ্চ আদালতে অবৈধ ও বেআইনি ঘোষিত হয়েছে। আমরা ইসিকে অনুরোধ জানাব, আপনারা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা দেখাবেন। আর এমন কোনো পদক্ষেপ গ্রহণ করতে যাবেন না যাতে ওই অঞ্চলের জনগণের প্রতি নতুন করে চাপ সৃষ্টি হয়।
এ সময় তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, জামায়াতে ইসলামীর মনজুরুল ইসলাম রাহাতসহ ডজন খানেক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সম্প্রতি বাগেরহাটের চারটি আসন থেকে একটি আসন কমিয়ে তিনটি করে নির্বাচন কমিশন। তবে আদালত গতকাল সোমবার (১০ নভেম্বর) আগের আসন সংখ্যা বহাল রাখার রায় দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক