ছাত্রী অপহরণ-ধর্ষণ মামলায় প্রধান শিক্ষকের যাবজ্জীবন
নাটোরে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় এক প্রধান শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মহিদুজ্জামান মুহিত পৃথক ধারায় এ রায় ঘোষণা করেন।
অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম ফিরোজ আহমেদ (৪৮)। তার বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলায়। তিনি ওই উপজেলার নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
আদালতের পিপি অ্যাডভোকেট মুন্সি আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
পিপি বলেন, স্কুলের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ এক শিক্ষার্থীকে প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ২০২২ সালের ১ অক্টোবর সকালে ওই শিক্ষার্থী ব্যবহারিক পরীক্ষা দিতে গেলে তিনি স্কুলের মূল ফটকের সামনে থেকে ডেকে নিয়ে মাইক্রোবাসে তুলে অপহরণ করেন।
পরে পথচারীরা ঘটনাটি প্রত্যক্ষ করে শিক্ষার্থীর পরিবারকে জানালে তারা থানায় অভিযোগ করে। পুলিশ দীর্ঘ তদন্তের পর ফিরোজ আহমেদসহ তার দুই ভাইকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। শুনানির পর প্রধান শিক্ষককে দোষী সাব্যস্ত করে দুটি ধারায় একটিতে যাবজ্জীবন ও অপরটিতে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। একই সাথে তার দুই ভাইকে খালাস দেওয়া হয়। রায় ঘোষণা শেষে আসামি ফিরোজ আহমেদকে কারাগারে পাঠানো হয়েছে।

আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)