উৎসবমুখর পরিবেশে ড্যাবের নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু
উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম ও ফরম বিতরণ। ড্যাব-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ আনুষ্ঠানিকভাবে মঙ্গলাবর (১১ নভেম্বর) এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক ডা. খালিকুজ্জামান দিপু, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসানসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) ও বারডেম ড্যাব-এর সভাপতি ডা. আমিরুল ইসলাম পাভেল ড্যাব-এর ফরম ও মানি রিসিট সংগ্রহ করেন। এছাড়াও দেশের বিভিন্ন শাখা থেকে আগত ড্যাব-এর সভাপতি ও সাধারণ সম্পাদকরা নিজ নিজ শাখার নতুন সদস্য সংগ্রহের জন্য ফরম ও মানি রিসিট সংগ্রহ করেন। এ সময় ড্যাব-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যসহ বিপুল সংখ্যক চিকিৎসক উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক