ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১২ নভেম্বর) রাত ১০টার পর টিএসসি এলাকায় এ ঘটনা ঘটে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বিস্ফোরণের পর সেখানে থাকা সাধারণ শিক্ষার্থীরা ককটেল বিস্ফোরণকারীদের ধরার চেষ্টা করেন, কিন্তু তারা পালিয়ে যায়। তবে তারা কতজন ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।
ওসি খালিদ মনসুর বলেন, ‘জোরে দুটি শব্দ হয়েছে। আমার অফিসাররা সেখানে গেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
প্রত্যক্ষদর্শীদের কারও কারও দাবি, সরোওয়ার্দী উদ্যানের ভেতর থেকে ককটেল ছুড়ে মারা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা ঢাবি ক্যাম্পাসে মিছিল বের করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

নিজস্ব প্রতিবেদক