কুতুবদিয়া হবে মিল্ক আইল্যান্ড : প্রকল্প পরিচালক
সমবায় অধিদপ্তর পরিচালিত দুগ্ধ ঘাটতি প্রকল্পের মাধ্যমে কুতুবদিয়া হবে মিল্ক আইল্যান্ড হবে বলে জানিয়েছেন সমবায় অধিদপ্তরের দুগ্ধ ঘাটতি সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প পরিচালক তোফায়েল আহম্মদ।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কক্সবাজারের কুতুবদিয়ায় সমবায় অধিদপ্তর ঢাকা কর্তৃক বাস্তবায়নাধীন ‘দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় দক্ষতা উন্নয়ন, গাভি পালন রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহম্মদ এ কথা বলেন।
কুতুবদিয়া উপজেলায় দুগ্ধ ঘাটতি প্রকল্পের আওতায় ১০০ সদস্যকে দুধেল গাভি কিনতে চার কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এই প্রকল্প উপজেলায় দুগ্ধ ঘাটতি পূরণের পাশাপাশি সদস্যদের সাবলম্বী হতে সহায়তা করবে।
গতকাল বুধবার উপজেলা পরিষদের হলরুমে দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাকিব উল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস, প্রাণিসম্পদ কর্মকার্তা ডা. রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাঈন উদ্দিন উপস্থিত ছিলেন।
সমাপনী দিনে আজ উপজেলা সমবায় কর্মকর্তা মো. ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প পরিচালক তোফায়েল আহম্মদ। এ সময় জেলা সমবায় কার্যালয় কক্সবাজারের উপসহকারী নিবন্ধক কবির আহমদ, উপজেলা সহকারী পরিদর্শক তপন দাশ উপস্থিত ছিলেন।

আবুল কাশেম, কক্সবাজার (মহেশখালী-কুতুবদিয়া)