সম্পাদক পরিষদের নতুন নেতৃত্বকে বিএনপি মিডিয়া সেলের অভিনন্দন
সম্পাদক পরিষদের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক নিউ এইজের সম্পাদক নুরুল কবীর এবং সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ। তাদের এই নির্বাচনে বিজয় ও দায়িত্বগ্রহণে বিএনপি মিডিয়া সেল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এক যৌথ বিবৃতিতে বলেন, সম্পাদক পরিষদের এই নতুন নেতৃত্ব দেশের গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও সত্য প্রকাশের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।
বিষয়টি জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে অনুষ্ঠিত সম্পাদক পরিষদের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) পরিষদের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।

নিজস্ব প্রতিবেদক