বাংলাদেশ ফুটবল দলকে মির্জা ফখরুলের অভিনন্দন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
২২ বছর পর দেশের মাঠে ভারতের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ ফুটবল দল। এশিয়ান কাপের বাছাই পর্বের এই ম্যাচে ১১তম মিনিটে মোরসালিনের করা একমাত্র গোলটি ধরে রেখে ১–০ ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের দলটি।
প্রত্যাশিত ও বহুল প্রতীক্ষিত এই ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেশের ফুটবল অঙ্গনের এই সাফল্যকে ভবিষ্যতে আরও বড় অর্জনের পথ খুলে দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিজস্ব প্রতিবেদক