সোহরাওয়ার্দী উদ্যানে চলছে খতমে নবুওয়ত মহাসম্মেলন
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন’ চলছে। এতে অংশ নিয়েছেন বাংলাদেশসহ কয়েকটি দেশের আলেম-ওলামারা। আজ শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টায় এ সমাবেশ শুরু হয়।
এ সম্মেলন ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান এবং এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। এই সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মুসল্লিরা সমবেত হয়েছেন।
বিএনপি ও জামায়াতে ইসলামীসহ দেশের ইসলামপন্থি দলগুলোর নেতাদেরও এ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে। সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ এ সম্মেলনের আয়োজন করেছে, আর তত্ত্বাবধানে রয়েছে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক