শিক্ষা ক্যাডারে রসায়নে প্রথম আবু তালেব
সবশেষ ৪৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে পিএসসির ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হয়। এতে দেখা যায়- শিক্ষা ক্যাডারের রসায়ন বিভাগে প্রথম হয়েছেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার আবু তালেব।
আবু তালেব দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের খোচাবাড়ী আহমেদনগর গ্রামের কৃষক সরদার আলী ও গৃহিণী রাবেয়া বেগমের তিন সন্তানের মধ্যে দ্বিতীয়। তিনি পামুলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে বিজ্ঞান বিভাগে এসএসসি পাস করেন এবং ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে ২০১৬ সালে বিজ্ঞান বিভাগেই এইচএসসি সম্পন্ন করেন। উভয় পরীক্ষাতেই জিপিএ ৫ অর্জন করেন তিনি।
এরপর ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে ভর্তি হন আবু তালেব। সেখানে তিনি প্রথম শ্রেণিতে কৃতিত্বের সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।
পর্যায়ক্রমে প্রস্তুতি নিয়ে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেন তালেব। নিজের চতুর্থ প্রচেষ্টায় তিনি কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেন। তার এই অর্জন গ্রাম থেকে জাতীয় পর্যায়ে ছড়িয়ে দিয়েছে সাফল্যের দ্যুতি।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবু তালেব বলেন, আলহামদুলিল্লাহ, এটি আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। এই ফল আমার বাবা-মা, শিক্ষক ও পরিবারের সহযোগিতা ছাড়া সম্ভব হতো না। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম শিক্ষক হবো এবং গ্রামের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবো। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই।
বিসিএসে তার যাত্রা নিয়ে আবু তালেব আরও বলেন, এটা আমার চতুর্থ বিসিএস। এর আগে ৪৬তম বিসিএসে লিখিত দিয়েছিলাম, ৪৭তম বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম। তাই এবার সফলতা পাওয়া আমার জন্য অনেক বড় আনন্দের।
ছেলের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বাবা সরদার আলী বলেন, আমি একজন কৃষক মানুষ। নিম্নবিত্ত পরিবারের নানা প্রতিকূলতার মধ্যেও ছেলে-মেয়েদের লেখাপড়া চালিয়ে নিয়েছি। আমার ছেলে দেশের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রথম হয়েছে- এটা আমাদের পরিবারের জন্য গর্বের বিষয়। আল্লাহর রহমতে আমার ছেলে দেশের জন্য কাজ করবে, এটাই আমার প্রার্থনা।

হাসান রায়হান, পঞ্চগড় (দেবীগঞ্জ)