কসবায় ১৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে ১৪০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে র্যাব-৯, সিপিসি-১–এর একটি অভিযানিক দল কসবা থানার মঈনপুর বাজার এলাকায় টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে বায়েক ইউনিয়নের চাঁনখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ।
র্যাব জানায়, অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মো. মেহেদী হাসান (২৪) নামের একজনকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা পাঁচটি লাল প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক মেহেদী ঝিনাইদহ জেলার সদর থানার ব্যাপারী পাড়ার বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী অঞ্চল থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করতেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে কসবা থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে। র্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

সাইদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া (আখাউড়া-কসবা)