সিলেটে বাস ও অ্যাম্বুলেন্সে আগুন
সিলেটে পৃথকভাবে একটি বাস ও একটি অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই নাশকতার ঘটনায় দুটি যানবাহনই পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (১৫ নভেম্বর) দিনগত রাত এবং রোববার (১৬ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
অ্যাম্বুলেন্সে আগুন
শনিবার দিনগত রাত আড়াইটার দিকে নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের অ্যাম্বুলেন্সে আগুন দেয় দুর্বৃত্তরা।
হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান চৌধুরী জানান, হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুটি মোটরসাইকেলে করে পাঁচজন যুবক হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।
আরও পড়ুন : সাভারে পার্কিং করা বাসে আগুন
বাসে আগুন
রোববার ভোর পৌনে ৪টার দিকে কুমারগাঁও বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের প্রায় এক ঘণ্টা সময় লাগে।
প্রতিটি ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ চলছে বলে জানিয়েছে।

সজল চত্রি, সিলেট