ভোট নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : ড. মোশাররফ
ভোট নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
আজ রোববার (১৬ নভেম্বর) বিকেলে দাউদকান্দি উপজেলা সদরের শহীদ রিফাত পার্ক এলাকায় প্রাকনির্বাচনি গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের এ আহ্বান জানান ড. মোশাররফ।
ড. মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে স্বাধীনভাবে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারেনি। তারা এখন মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। কিন্তু সেই ভোট নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। এগুলো পাত্তা দিবেন না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সেই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি মেঘনা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. মোশাররফ আরও বলেন, জনগণ প্রত্যাশা করছে নিজের হাতে ভোট দিয়ে জনপ্রতিনিধিত্ব নির্বাচন করার। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সে সরকার হবে জনগণের সরকার, যিনি এমপি নির্বাচিত হবেন তিনি হবেন জনগণের এমপি।
পিআরে গেলে যারা এমপি হবেন তারা দলের এমপি হবেন, জনগণের এমপি হবেন না- উল্লেখ করে ড. মোশাররফ বলেন, পিআরের মতো নানা উসিলা ধরে নির্বাচন বানচাল ও বিলম্বিত করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। আপনাদের কাছে অনুরোধ করতে চাই যেকোনো ষড়যন্ত্রকে মোকাবিলা করতে হবে। সবাই যাতে ভোট দিতে পারেন সেভাবে প্রস্তুত হোন এবং সেভাবে দলকে সংগঠিত করুন।
ড. মোশাররফ হোসেন আরও বলন, ইতোমধ্যে সরকার গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একদিনে করার জন্য ঘোষণা দিয়েছে। এটা কিন্তু আমাদেরও দাবি ছিল এবং বিএনপি সেটাকে সমর্থন করে।
শহীদ রিফাত পার্ক এলাকা থেকে গণমিছিল শুরু হয়ে পৌরসভার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্বরোড ঈদগাঁ মাঠে গিয়ে সমবেত হয়। পুরো পথে ব্যানার, ফেস্টুন, স্লোগানে মুখর ছিল এলাকাবাসী ও দলের কর্মী-সমর্থকরা। বিভিন্ন যানবাহনে করে নেতাকর্মীরা মিছিলসহ সভাস্থলে এসে সমবেত হলে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
বিশেষ অতিথি হিসেবে গণমিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভুইয়া, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাদ চৌধুরী পিটার।
সভাপতিত্ব করেন দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম। সমাবেশ পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম ও পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকার।
জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা ছাড়াও দাউদকান্দির ১৫টি ইউনিয়নের এবং পৌরসভার নয়টি ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী সমর্থক গণমিছিল ও সমাবেশে অংশগ্রহণ করে।

মাহফুজ নান্টু, কুমিল্লা