‘আমি শুধু শুনতে চাই শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে’
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণার দিন আজ। এই রায় শোনার জন্য দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন সাধারণ মানুষ। রাজবাড়ীর বাসিন্দা মতিউর রহমান তাঁদেরই একজন, যিনি আজ সোমবার (১৭ নভেম্বর) ভোর থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেটে অপেক্ষায় আছেন।
মতিউর রহমান গতকাল রাত আড়াইটার ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। ভোর ৫টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছেই তিনি ট্রাইব্যুনালের গেটে ছুটে আসেন। তার হাতে একটি ফেস্টুন ছিল, যাতে লেখা—‘ভারতের গুপ্তচর স্বাধীনতার বিশ্বাসঘাতক দালাল। খুনের আইনে খুনির ফাঁসি নিষিদ্ধ হোক মুজিববাদী।’
আরও পড়ুন : শেখ হাসিনার রায় সরাসরি দেখবে পুরো বিশ্ব
ভোর থেকেই ট্রাইব্যুনালের গেটে অপেক্ষারত মতিউর রহমান বলেন, ‘আজ শেখ হাসিনার রায় ঘোষণার দিন। শেখ হাসিনার রায় শোনার জন্যই আমি রাজবাড়ী থেকে এসেছি। আমি শুধু শুনতে চাই শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে।’ তিনি আরও বলেন, ‘খুনি শেখ হাসিনার যদি ফাঁসির রায় না হয়, পরবর্তীতে এদেশের অন্য শাসকরা শেখ হাসিনার মতো হয়ে উঠবে। এই দেশের সাধারণ জনতা আর চায় না শেখ হাসিনার মতো এমন কারও জন্ম হোক। তাই আমি চাই শেখ হাসিনার ফাঁসির রায় হোক।’
মতিউর রহমান শুধু ফাঁসির রায় ঘোষণা করেই থেমে থাকার পক্ষপাতী নন। তিনি বলেন, ‘শুধু ফাঁসির রায় দিলেই হবে না, তাকে (শেখ হাসিনা) ভারত থেকে এনে ফাঁসিতে ঝুলাতে হবে। যদি সরকার শেখ হাসিনাকে ভারত থেকে এনে ফাঁসিতে ঝোলাতে না পারে, তাহলে আমরা আবার রাস্তায় নামব, আবারও আন্দোলন করব।’
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ সোমবার রায় ঘোষণা করবেন।

নিজস্ব প্রতিবেদক