সাড়ে ৪ কোটি টাকা হাতিয়ে নেওয়া মানবপাচারকারী দম্পতি কারাগারে
বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে প্রতারণা করে প্রায় সাড়ে চার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক দালাল দম্পতিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার রাত ১০টার দিকে তাদের যশোর থেকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার (১৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ।
র্যাব গ্রেপ্তার হওয়া দম্পতিকে রাজৈর থানায় হস্তান্তর করেছে বলে নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ খান।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, আদালতে পৃথক দুটি মামলায় এই দম্পতি পলাতক ছিলেন। এ দম্পতি হলেন জহিরুল ইসলাম সিলন খান (৪০) ও তার স্ত্রী নুর নাহার কনা (৩৪)। তারা সিআর মামলায় পলাতক ছিলেন। যশোর থেকে র্যাবের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুরের বাসিন্দা।
ভুক্তভোগী অ্যাডভোকেট ইমন হোসেন বলেন, আমাকে অস্ট্রেলিয়ায় পাঠানোর কথা বলে ২২ লাখ টাকা হাতিয়ে নেয় এরা। পরে আমাকে ২১ লাখ টাকার একটি চেক দেয় তারা। সেই চেক দিয়ে মামলা করলে র্যাব-৬ যশোরের সহযোগিতায় ও রাজৈর থানার পুলিশের সহায়তায় এদের যশোর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজৈর থানার ওসি জানান, প্রাথমিকভাবে চার কোটি ৩৬ লাখ টাকা ভুক্তভোগীদের কাছ থেকে হাতিয়ে নেওয়ার অভিযোগে এ দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এম. আর. মুর্তজা, মাদারীপুর