১৪ ডিগ্রিতে তাপমাত্রা, শৈত্যপ্রবাহের পূর্বাভাস
উত্তরের জেলা পঞ্চগড়ে সূর্য ওঠার পর উষ্ণতা বাড়লেও রাতে অনুভূত হয় কনকনে শীত। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় চলতি মাসের শেষের দিকে সত্যপ্রবাহ দেখা দিতে পারে।
আরও পড়ুন : বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, আজ বাতাসে আদ্রতা ছিল ৯৯ শতাংশ। এক দিনের ব্যবধানে তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন না থাকলেও রাতে এর প্রভাব বেশি অনুভূত হচ্ছে। গত কয়েক দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল—সোমবার ১৪.৫ ডিগ্রি, রোববার ১৪.৭ ডিগ্রি, শনিবার ১৩ ডিগ্রি, শুক্রবার ১৪ ডিগ্রি, বৃহস্পতিবার ১৩.৪ ডিগ্রি এবং বুধবার ১২.৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় আরও বলেন, রাতে তাপমাত্রা দ্রুত নেমে যাওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে। বাতাসে আদ্রতা বেশি থাকায় শীত আরও প্রকট লাগে। তবে সূর্য ওঠার পর তাপমাত্রা ধীরে ধীরে বাড়ায় দিনের বেলায় গরম ভাব থাকে। চলতি মাসের শেষের দিকে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে বলেও জানান তিনি।
আরও পড়ুন : আজ ঢাকার বাতাসের মান ‘মাঝারি’, শীর্ষে দিল্লি
দিনে গরম ও রাতে শীত—এই বৈপরীত্যে সাধারণ মানুষের ভোগান্তিও বেড়েছে। স্থানীয় বাসিন্দা রাশেদুল ইসলাম বলেন, দিনে রোদে গরম লাগে; কিন্তু রাতে বাইরে বের হলে গরম কাপড় ছাড়া থাকা যায় না।
মোটরবাইকে চলাচলকারী রাকিব হোসেন জানান, রাতে বাইক চালালে ঠান্ডা বাতাসে হাত–পা জমে আসে। স্থানীয় দোকানদার ইমরান আলী বলেন, সন্ধ্যার পর দোকানে বসে থাকা কঠিন হয়ে পড়ে, কিন্তু সকালে সূর্য উঠলেই কিছুটা স্বস্তি পাওয়া যায়।

ফাহিম হাসান, পঞ্চগড় (সদর-আটোয়ারী-বোদা)