ঝুট গুদামে আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
গাজীপুরের শ্রীপুরে একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১২টার দিকে শ্রীপুর পৌরসভার মাওনা-শ্রীপুর সড়কের বকুলতলা এলাকায় সারোয়ার হোসেনের ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও গুদামে থাকা সমস্ত ঝুট মালামাল পুড়ে যায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. মামুন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট কাজ করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ ও সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে দেখছে।

নাসির আহমেদ, গাজীপুর