নেত্রকোণায় নির্বাচন পর্যবেক্ষণ সেমিনার
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে 'নির্বাচন পর্যবেক্ষণ সেমিনার ২০২৫' অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে জেলা শহরের অজহর রোডস্থ খান প্লাজা মিলনায়তনে এই সেমিনার আয়োজন করে চারু ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ), নেত্রকোনা।
সিডিএ -এর নির্বাহী গৌরাঙ্গ চন্দ্র দাসের সভাপতিত্বে এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠানে বক্তব্য দেন নির্বাচন পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক কে এম এ জামী ও সদস্য সচিব মো. সুমন খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. জামাল উদ্দিন খান।
আলোচনা পর্বে বক্তব্য দেন সেরা প্রতিনিধি আলী উসমান, সিনিয়র সাংবাদিক ভজন দাস, শিমুল মিলকীসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা।
এ সময় বক্তারা বলেন, নির্বাচনী পরিবেশ স্বচ্ছ, সহিংসতামুক্ত এবং গণতান্ত্রিক চর্চা সমৃদ্ধ রাখতে নিরপেক্ষ পর্যবেক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকালীন পর্যবেক্ষকদের জন্য করণীয়, আচার-আচরণবিধি, ভোটগ্রহণ পরিবেশ মূল্যায়ন, অনিয়ম শনাক্তকরণ এবং প্রতিবেদন তৈরির পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সেমিনারে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সঠিক পর্যবেক্ষণ ও তথ্যভিত্তিক প্রতিবেদন একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুষ্ঠু নির্বাচন প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

ভজন দাস, নেত্রকোনা