পুলিশের ওপর হামলার ঘটনায় যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ১১
কুমিল্লায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রবিনকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় যৌথবাহিনী রাতভর অভিযান চালিয়ে ১১ জন নারী ও পুরুষকে গ্রেপ্তার করেছে।
আজ রোববার (২৩ নভেম্বর) কুমিল্লা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি জানায়, গতকাল শনিবার দুপুরে কুমিল্লা শহরতলীর ধর্মপুর রেলগেইট সংলগ্ন এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় রবিন নামে এক যুবকের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। এ সময় রবিন উত্তেজিত হয়ে এক পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। এরপর স্থানীয় মাদক কারবারি চক্র পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে তিনজন পুলিশ সদস্য আহত হন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা এলাকায় দ্রুত অভিযান পরিচালনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরে রবিন ও তার সহযোগীদের ধরতে যৌথবাহিনী ধর্মপুর এলাকায় রাতভর অভিযান চালায়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ধর্মপুর এলাকার ইমরান হোসেন ওরফে ইমন (২৮) এবং সিয়াম (১৯), মন্দবাগ রেলস্টেশন, কসবা এলাকার স্থায়ী বাসিন্দা ও ধর্মপুরে ভাড়াটিয়া পারভেজ (৩০), ধর্মপুর রেলগেট এলাকার দুই ভাই আবুল কাশেম ওরফে কাইশ্যা (৫৫) এবং আব্দুর রহমান (৩৮), পশ্চিম বাগিচাগাঁওয়ের মাহফুজ (২৪), ধর্মপুর মেম্বার বাড়ির চামেলী (২৮), রুজিনা (৩০) ও পাখি (৩২), পলাতক রবিনের স্ত্রী সুমি আক্তার (১৮) ও বলরামপুর এলাকার মো. মাহবুব আলম ওরফে মাসুম (৪৫)।

মাহফুজ নান্টু, কুমিল্লা