বিএনপি ক্ষমতায় না গেলে দেশ পিছিয়ে যাবে : আফরোজা খানম
মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খানম রিতা বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় না এলে দেশ আরও পিছিয়ে যাবে।’
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সাটুরিয়ার ধানকোড়া ইউনিয়নের ছৈন্টা এলাকায় উপজেলা তাঁতীদলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিএনপির এই নেত্রী।
আফরোজা খানম রিতা বলেন, ‘আপনাদের একটি মূল্যবান ভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। বিএনপি ক্ষমতায় এলে মানুষের অধিকার ও উন্নয়ন নিশ্চিত হবে। জনগণের যে কথা বলার স্বাধীনতা খর্ব করা হয়েছিল, সেই লড়াইয়ে আমরা জয়ী হয়েছি। এখন সেই বিজয় ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে ভোট দিতে হবে।’
সমাবেশে প্রধান বক্তা ছিলেন তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ। তিনি বলেন, তাঁতী সম্প্রদায়ের সমস্যাগুলো সমাধান ও শিল্পের বিকাশে বিএনপি বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। এতে বিশেষ বক্তা ছিলেন সদস্য সচিব মুজিবুর রহমান। এ ছাড়া বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা তাঁতী দলের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিন্না খান, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাটুরিয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব, উপজেলা যুবদলের আহ্বায়ক আমীর হামজা, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান আরিফসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ