কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট
রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। কিন্তু ব্যাপক যানজটের কারণে দ্রুত পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিস। যদিও এখন আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে। তবে পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আগুন লাগার প্রায় ৪০ মিনিট পর ৬টা ৫ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। সর্বশেষ ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
সর্বশেষ চলতি বছরের ২১ ফেব্রুয়ারি মধ্যরাতে কড়াইল বস্তিতে আগুন লাগে, যাতে পুড়ে যায় ডজনখানেক ঘর।এর আগে গত বছরের ২৪ মার্চ ও ১৮ ডিসেম্বরেও কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রাজধানীর অভিজাত এলাকা গুলশান ও বনানী লাগোয়া কড়াইল বস্তিতে প্রায় ৯০ একর জায়গার ওপর ১০ হাজার ঘর রয়েছে।

নিজস্ব প্রতিবেদক