কড়াইলে আগুন : আহতদের চিকিৎসায় মাঠে ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশন
রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিক চিকিৎসা ও হাসপাতালে প্রেরণের জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর পক্ষ থেকে চিকিৎসক দল এম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য সম্পাদক ও ড্যাবের সহ-সভাপতি ডা. পারভেজ রেজা কাঁকন, ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক ডা. বাছেদুর রহমান সোহেল, আন্তর্জাতিক সম্পাদক ডা. আশরাফুল হাসান মানিক, আইন সম্পাদক ডা. এম.আর. হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. রেদোয়ান ফেরদৌস, কক্সবাজার জেলা ড্যাবের সদস্য ডা. আসিফ হান্নান, সোহরাওয়ার্দী হাসপাতাল শাখা ড্যাবের ডা. মুন নাসির জামান, কক্সবাজার জেলা ড্যাবের সদস্য ডা. রিজভী আহমেদ খান ও পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের আব্দুল কাইয়ুম স্বপন।
অগ্নিকাণ্ডের সূত্রপাত মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে ঘটে। আগুন নিয়ন্ত্রণে শুরুতে যোগ দেয় ৭টি ইউনিট। এরপর আগুনের তীব্রতা বাড়তে থাকলে একে একে বেড়ে ফায়ার সার্ভিসের ইউনিট দাঁড়ায় ২০টিতে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে রাত সাড়ে ১০টার পর আগুন নিয়ন্ত্রণের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।

এনটিভি অনলাইন ডেস্ক