কামালকে দিয়েই প্রত্যর্পণ শুরু হবে, বিশ্বাস প্রেস সচিবের
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং জুলাইয়ের গণহত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগের নেতাদের বিচারের মুখোমুখি হতেই হবে। তিনি বিশ্বাস করেন, আসাদুজ্জামান খান কামালকে খুব শিগগিরই বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে এবং তাকে দিয়েই এটি শুরু হবে।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৯টা ৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি।
আরও পড়ুন : প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড
ফেসবুকে স্ট্যাটাসে শফিকুল আলম বলেন, ‘আমি গভীরভাবে বিশ্বাসী—শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং জুলাইয়ের গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগের নেতৃত্বকে বাংলাদেশের বিচার ব্যবস্থার মুখোমুখি করা হবে। জুলাইয়ের গণহত্যার মামলায় হাসিনা দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে প্রত্যর্পণের জন্য আমাদের অনুরোধ ভারত ইতোমধ্যে পরীক্ষা করছে বলে জানিয়েছে।’
প্রেস সচিব বলেন, ‘আমরা জানি হাসিনার প্রতি শক্তিশালী সহানুভূতিশীল ব্যক্তিরা আছেন। তা সত্ত্বেও, আমি ক্রমবর্ধমানভাবে বিশ্বাসী যে, আসাদুজ্জামান খান কামাল যিনি ‘ঢাকার কসাই’—খুব শিগগিরই বিচারের মুখোমুখি হওয়ার জন্য বাংলাদেশে প্রত্যর্পিত হবেন। হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলে সংঘটিত কথিত অপরাধগুলোর ওপর যত বেশি আলোকপাত করা হবে, তত বেশি গণহত্যা ও গুমের ঘটনায় কামালের ভূমিকা বিশ্ব গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করবে।’
আরও পড়ুন : শেখ হাসিনা-কামালের মুত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
শফিকুল আলম বলেন, ‘কামাল বা অন্যান্য আওয়ামী লীগ নেতারা যত টাকাই খরচ করুন না কেন, চিরতরে জবাবদিহি এড়ানো সম্ভব হবে না। যদি আমরা একটি জাতি হিসেবে জুলাই গণহত্যার শিকার এবং হাসিনা যুগে সংঘটিত সমস্ত মানবাধিকার লঙ্ঘনের শিকারদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে দৃঢ় ও মনোযোগী থাকি, তাহলে যারা এগুলোর জন্য দায়ী, তাদের পক্ষে পরিণতি এড়ানো ক্রমশ কঠিন হয়ে উঠবে। এটি কামালকে দিয়েই শুরু হবে এবং তারপরে...’

এনটিভি অনলাইন ডেস্ক