ভাঙ্গায় পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে ফলবোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে মধু উল্লাহ (৫২) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ সোমবার (১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ভাঙ্গা উপজেলার নওপাড়া বাসস্ট্যান্ডসংলগ্ন প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ সময় পিকআপচালক আশিকুল ইসলাম (৩০) গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নিহত মধু উল্লাহ ফলবোঝাই একটি পিকআপ নিয়ে টেকেরহাটের উদ্দেশে যাচ্ছিলেন। পিকআপটি নওপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ফরিদপুরগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে পিকআপে থাকা ফল ব্যবসায়ী মধু উল্লাহ ঘটনাস্থলেই মারা যান এবং চালক আশিকুল ইসলাম গুরুতর আহত হন।
নিহত মধু উল্লাহ চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপখালী গ্রামের মৃত আব্দুস ছত্তারের ছেলে।
দুর্ঘটনার পর দুমড়েমুচড়ে যাওয়া গাড়িগুলো সড়কের মাঝখানে আটকে পড়ায় ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে প্রায় ৩০ মিনিটের জন্য দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন বলেন, ‘পিকআপ ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় দুটি গাড়িই জব্দ করে থানায় নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

সঞ্জিব দাস, ফরিদপুর