তারেক রহমান ট্রাভেল পাস চাইলে দেওয়া হবে : পররাষ্ট্র উপদেষ্টা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ফাইল ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই। তিনি এখনও ট্রাভেল পাস চাননি, চাইলে ইস্যু করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমান এখন পর্যন্ত ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি। চাওয়ামাত্রই তা ইস্যু করা হবে। বাংলাদেশ সরকার দেশে ফিরতে তাকে সকল ধরনের সহযোগিতা করবে।
আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, খালেদা জিয়া দেশের বাইরের চিকিৎসা নিতে যেতে চাইলে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার। তবে সিদ্ধান্ত দল ও পরিবারের।

নিজস্ব প্রতিবেদক