নওগাঁয় বাড়ছে শীতের দাপট, তাপমাত্রার পারদ ১২ ডিগ্রিতে
দেশের উত্তরের জেলা নওগাঁয় দিন দিন শীতের দাপট স্পষ্টভাবে অনুভূত হচ্ছে এবং তাপমাত্রাও কমছে। এই শীতের কারণে স্বাভাবিক জনজীবন কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। আজ বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। এটি চলতি মৌসুমে এ পর্যন্ত জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এর আগে গতকাল মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
শীতের অনুভূতি ও জনজীবন
স্থানীয়রা জানিয়েছেন, সন্ধ্যার পর থেকে হালকা কুয়াশার সঙ্গে বেশ শীত অনুভূত হয় এবং রাতভর হালকা কুয়াশায় এলাকা ঢেকে থাকে। তবে সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ঠান্ডার অনুভূতি কমে যায়। আজ তাপমাত্রা কম থাকলেও সকাল থেকে ঝলমলে রোদ ছিল।
সদর উপজেলার হাপানিয়া এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন বলেন, ‘দিনের বেলা রোদ ঝলমলে ও গরম আবহাওয়া থাকে। কিন্তু সন্ধ্যা হলেই গায়ে পড়তে হয় শীতের কাপড়। ঘুমোতে গেলে কম্বল ছাড়া উপায় থাকে না।’
আরও পড়ুন : বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
সোবহান, বরুনকান্দি এলাকার ভ্যানচালক, বলেন, ‘সন্ধ্যার পর হালকা বাতাস ও শীতের কারণে রিকশা চালানো কষ্টকর হয়ে যায়। আজ সূর্য ওঠার আগ পর্যন্ত কুয়াশা ছিল। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ভ্যান চালানোই কষ্ট। সকালে যাত্রীও পাওয়া যায় না।’
দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে
এদিকে আজ সকাল ৬টায় দিনাজপুর আবহাওয়া অফিসে ১১ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে—যা চলতি মৌসুমে শুধু জেলার নয়, পুরো দেশের সর্বনিম্ন তাপমাত্রা। গত ২৪ ঘণ্টায় বাতাসের গড় গতিবেগ ছিল পাঁচ কিলোমিটার প্রতি ঘণ্টা, আর আর্দ্রতা ছিল প্রায় ৮১ শতাংশ।
দিনাজপুরে শীতের অভিঘাত ও জনজীবনে প্রভাব
শীতের অভিঘাত সবচেয়ে প্রকটভাবে দেখা যাচ্ছে খানসামা, বীরগঞ্জ, গোবিন্দপুরসহ আশপাশের গ্রামগুলোতে। ভোরের দিকে কনকনে হাওয়া যেন মানুষকে বিছানা ছাড়তেই দিচ্ছে না।
সহজপুরের রাকিব জানান, ‘সকালবেলা অফিসে বের হলেই ঠান্ডা যেন শরীরে কাঁপুনি ধরিয়ে দেয়। জ্বর না এলে ভাগ্য ভালো।’
হলদিপাড়ার দিনমজুর বাবলু বললেন, ‘আমরা রোজগারের মানুষ। কিন্তু এই ঠান্ডায় বের হওয়াই কষ্টকর। কাজ করতে গেলেই হাত-পা বরফ হয়ে যায়।’
দিনের বেলায় রোদের দেখা মিললেও সকাল-বিকেলে শীতের কামড় কমছে না। ভোরের বাতাস ও উচ্চ আর্দ্রতার মিশেলে জেলার আবহাওয়া হয়ে উঠেছে আরও শীতল।
পঞ্চগড়ের তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে
দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, গত সপ্তাহ জুড়ে জেলার তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করেছে। গতকাল মঙ্গলবার ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়।
স্থানীয়রা জানান, ভোর থেকে সকাল পর্যন্ত ঠান্ডার আমেজ বেশি থাকলেও রোদ উঠলেই চারপাশ ধীরে ধীরে উষ্ণ হয়। আবহাওয়ার বিরূপ প্রভাবে আগেভাগে নামছে শীত। দিনে রোদে গরম লাগে, রাতে আবার প্রচণ্ড ঠান্ডা পড়ে। সকালে কুয়াশা পড়ে। তাই রাতে গরম কাপড় পরে নিতে হয়। এবার শীতের দাপট কয়েকগুণ বেশি হবে বলছেন স্থানীয়রা।
সকালে বাইরে মানুষের উপস্থিতি কম থাকলেও, সূর্যের দেখা পাওয়ায় বেলা বাড়ার পর বাজারগুলোতে উপস্থিতি বাড়ছে। ভ্যানচালক সুজন আলী বলেন, ভোরে বের হলে হাত জমে আসে, ঠান্ডা খুব বেশি লাগে। আবার বেলা বাড়লে গরমে ঘামতে হয়। দোকান কর্মচারী রাব্বি জানান, রাতে দুই–তিনটা সোয়েটার পরেও ঠান্ডা লাগে, আর দুপুরে সেই কাপড় পরে থাকা যায় না।
জনস্বাস্থ্যে আবহাওয়ার বিরূপ প্রভাব
এদিকে আবহাওয়ার এ বিরূপ প্রভাব জনস্বাস্থ্যে ফেলছে ব্যাপক প্রভাব। জেলার আশপাশের এলাকায় বাড়ছে ঠান্ডাজনিত রোগী, এতে শিশু, বৃদ্ধরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। সর্দি-কাশি, জ্বর, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও হঠাৎ তাপমাত্রা পরিবর্তনজনিত অ্যালার্জিতে রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে স্থানীয় হাসপাতালগুলোতে।
চিকিৎসকরা বলছেন, দিন-রাতের তাপমাত্রার এ বড় পার্থক্য শরীরের ওপর চাপ ফেলে। বিশেষ করে শিশু, বয়স্ক ও দুর্বল রোগ প্রতিরোধক্ষমতা সম্পন্ন মানুষ বেশি ঝুঁকিতে থাকে। তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকের।
আবহাওয়া অফিসের বক্তব্য
নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, আজ সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা কমেছে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে।"
দিনাজপুর আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন জানান, ‘চলতি শীত মৌসুমে দেশের মধ্যে এখন পর্যন্ত এটিই সর্বনিম্ন তাপমাত্রা।’
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, শীত ধীরে ধীরে নামছে। আজ ১২ ডিগ্রি রেকর্ড হয়েছে। সামনে শীত আরও তীব্র হতে পারে। শৈত্যপ্রবাহ বইতে শুরুরও সম্ভাবনা রয়েছে।
পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সাইমুজ্জামান বলেন, এখন পর্যন্ত সরকারিভাবে ৩০ লাখ টাকা বরাদ্দ পেয়েছি। সেই টাকা প্রত্যেক উপজেলায় সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে। এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানগুলো শীতবস্ত্র দিতে শুরু করেছে। শীতার্তদের পাশে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসা উচিত।
বৃষ্টি নিয়ে ৫ দিনের আবহাওয়া অফিসের পূর্বাভাস
রাজধানী ঢাকাসহ সারা দেশে আগামী পাঁচ দিন তাপমাত্রা কেমন থাকবে তা নিয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য এই পূর্বাভাস দেওয়া হয়। সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তামিলনাড়ু-অন্ধ্র উপকূলীয় এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে।
আরও পড়ুন : ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে দিল্লি
এ অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. কমতে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. কমতে পারে। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
শীতের শুষ্ক আবহাওয়ায় ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে। আজ বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে বায়ুদূষণের মাত্রায় ঢাকা দ্বিতীয় স্থানে অবস্থান করছে। এই সময় ঢাকার বাতাসের মান সূচক ছিল ২৩৭। বুধবার সকাল ৮টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এ তথ্য জানা গেছে।
এদিকে, বিশ্বের সবচেয়ে দূষিত প্রধান শহরের তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, যার বায়ু সূচক মান ছিল ২৭১। এই তালিকায় দিল্লির পরেই ২৩২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এছাড়া শীর্ষ দূষিত শহরগুলোর মধ্যে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের আরেক শহর কলকাতা (২২৯) ও আরব আমিরাতের দুবাই (১৯৩)।

আসাদুর রহমান জয়, নওগাঁ