খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য প্রস্তুত রয়েছে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স।
কাতারের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে বিএনপিকে এ তথ্য জানানো হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
গত ২৯ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় কাতারের রাষ্ট্রদূত সেরাইয়া আলী আল কাহতানির কাছে চিঠি দেন।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে যান।
গত রোববার (২৩ নভেম্বর) থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। পরীক্ষা-নিরীক্ষায় ফুসফুসে ইনফেকশন ধরা পড়ায় তার অবস্থা সংকটময় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। এরপর থেকে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে চিকিৎসকরা নিবিড়ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন।
খালেদা জিয়াকে সম্মিলিতভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে যুক্ত হওয়া যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল।
গতকাল বুধবার যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি ঢাকায় পৌঁছান এবং এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে বৈঠকে যোগ দেন। পরে গতকাল বিকেলে চীন থেকে আসা অন্য বিশেষজ্ঞ দলটিও বোর্ডের সঙ্গে কাজ শুরু করে। চীন চিকিৎসক দলে আছেন—চি জিয়ানফান, ইয়ান ঝি, ঝং ইউহি এবং ম্যাং হং ও। এছাড়া চিকিৎসায় নিয়োজিত রয়েছেন দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতাল ও লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড। গত ১ ডিসেম্বর এই মেডিকেল বোর্ডের সহায়তায় ঢাকায় আসেন চীনের পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক।
খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য হেমাটোলজিস্ট অধ্যাপক ডা. নুরুদ্দীন আহমদ বুধবার রাতে গণমাধ্যমকে বলেন, ‘ম্যাডামের অবস্থা অপরিবর্তিত। আগের মতোই আছেন।’ শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না, আগের মতোই। উন্নতি-অবনতি কোনোটাই বলা যাচ্ছে না।’

নিজস্ব প্রতিবেদক