খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান
চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেছেন তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।
আজ শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার পরে তিনি এভারকেয়ার হাসপাতালে যান বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।
এর আগে গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে লন্ডন থেকে দেশে এসে পৌঁছান জুবাইদা রহমান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাশুড়িকে দেখতে সরাসরি তিনি এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে কয়েক ঘণ্টা থেকে দুপুরে ধানমন্ডিতে বাবার বাড়িতে যান। পরে রাত সোয়া আটটার দিকে আবার তিনি হাসপাতালে আসেন।
এদিকে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া প্রসঙ্গে আজ শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে সর্বোচ্চ প্রস্তুতি আছে। যখনই তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত হবে, তখনই নেওয়া হবে।
গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন। এই মেডিকেল বোর্ডে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সদস্য।

নিজস্ব প্রতিবেদক