‘কোনো প্রকার শঙ্কা ছাড়া ভয়হীন নির্বাচন হবে’
নির্বাচনে আমরা (পুলিশ) প্রধান স্টেকহোল্ডার। তাই নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ করতে সরকার আমাকে এখানে নতুন দায়িত্ব দিয়েছে। তাই আমরা অবশ্যই কক্সবাজারে চারটি আসনে সুষ্ঠু নির্বাচন দিতে বদ্ধপরিকর। আমরা প্রত্যাশা করছি সকলের সম্মিলিত প্রচেষ্টায় অতীতের যেকোন সময়ের চাইতে গ্রহণযোগ্য নির্বাচন করবো। কোনো প্রকার শঙ্কা ছাড়া ভয়হীন নির্বাচন হবে। এমন নির্বাচন বাংলাদেশে হবে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে যাবে।
সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজারের শেষ সীমান্ত টেকনাফ মডেল থানায় পরিদর্শনে এসে নাবগত পুলিশ সুপার (এসপি) এএনএম সাজেদুর রহমান এসব কথা বলেন।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসপি আরও বলেন, ‘তফসিল ঘোষণা হলে, অস্ত্রের ঝনঝনানি আর থাকবে না। আমরা ইতোমধ্য অস্ত্রধারীদের ধরতে পুরস্কার ঘোষণা করেছি। তাই এবারের নির্বাচনে তেমন কোন প্রভাব পরবে না। মানুষের মনে ভোটাধিকার প্রয়োগ না করার যে ক্ষোভ-ক্ষত ছিল, এবার সেটি মিটাতে জনগণ নির্বাচনমুখী রয়েছে। তাই এবার নির্বাচনে নিজের ভোট উৎসব নিজেরাই নষ্ট করবে না। সবাই ভোটমুখী, আমরা শুধু পরিবেশটা তৈরি করে দিতে চাই। যদি তা হয় অস্ত্রও কমে যাবে।’
অপহরণ-মানবপাচারের সাথে কিছু পুলিশ জড়িত থাকার অভিযোগের প্রশ্নে এসপি বলেন, ‘এ ধরনের ঘটনায় যদি কোন পুলিশ জড়িত থাকার সত্যতা থাকে, সেটি খুবই লজ্জাজনক। ৫ আগস্টের পর এ ধরনের অনৈতিক আঁতাতগুলো খুব দুঃখজনক, কারণ আগস্টের পুলিশের চেতনা এমন ধারন করে না। আমরা বাহারছড়ায় মানবপাচার-অপহরণ রোধে বিশেষ কাজ করে যাচ্ছি। পাশাপাশি মাদক কারবারীদের বিরুদ্ধে অভিযান জোরালো করা হবে।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মো. রকিবুল হাসান ও টেকনাফ মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রমুখ।

নোমান অরুপ, কক্সবাজার (টেকনাফ)