কুষ্টিয়ায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
সংবাদ ও বিনোদনের পাশাপাশি জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি বরাবরের মতো এবারো শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। শীতের আগমণি বার্তা যখন চারদিকে নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে, ঠিক তখনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীর ভাঙন এলাকার অসহায় ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল পৌঁছে দিয়েছে এনটিভি পরিবার। শীতের তীব্রতা নিবারণের জন্য কম্বল পেয়ে খুশি ভাঙন কবলিত মানুষ। আর এনটিভির এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রশাসনসহ এলাকাবাসী।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মুন্সিপাড়া ফুটবল মাঠে মুন্সিপাড়া ও মন্ডলপাড়া এলাকায় পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় ও হতদরিদ্র ২০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এনটিভির কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলীর সহযোগিতায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে এসব কম্বল বিতরণ করেন ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার, বারো মাইল দাখিল মাদ্রাসার সুপার মো. মাসুদ করিম, সাংবাদিক হেলাল মজুমদার, স্থানীয় সমাজ কর্মী মো. গিয়াস মুন্সিসহ আমন্ত্রিত অতিথিরা। শীতের শুরুতে কম্বল পেয়ে দারুণ খুশি এসব অসহায় মানুষ।
এ সময় ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার শীতের তীব্রতা থেকে রক্ষায় সুবিধাবঞ্চিতদের জন্য এনটিভির এই মানবিক সহায়তার প্রশংসা করে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান। সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে আরও বেশি বেশি সহায়তার হাত বাড়িয়ে দেবে এনটিভি- এমনটাই প্রত্যাশা সবার।

সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া