ভবন নির্মাণের আগে যথাযথ প্রক্রিয়ায় মাটি পরীক্ষার আহ্বান
ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণে করণীয় বিষয়ে সেমিনার ও মতবিনিময় সভায় ভবন নির্মাণের আগে যথাযথ প্রক্রিয়ায় মাটি পরীক্ষার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। নিজস্ব ভবনে আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে শুরু হয়ে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) এ মতবিনিময় সভা চলে দুপুর পর্যন্ত।
সভায় বিশেষজ্ঞরা ভবন নির্মাণে নীতিমানা মানায় বিশেষ গুরুত্ব দেন। নামমাত্র মাটি পরীক্ষা না করে প্রকৃত নিয়ম অনুযায়ী মাটি পরীক্ষার পর ভবন নির্মাণ নিশ্চিত করার আহ্বান জানান তারা। রাজশাহী নগরীর ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করারও আহ্বান জানান তারা। ভবনের প্ল্যান পাস করার পর নির্মাণের সময় কেউ যাতে কাঠামো পরিবর্তন না করতে পারে এজন্য আরডিএ কর্তৃপক্ষের তদারকির প্রযোজনীয়তা তুলে ধরেন আলোচকরা।
নিজস্ব সভাকক্ষে ভূমিকম্প ও দুর্যোগ সহনীয় ভবন নির্মাণ নিশ্চিতে করণীয়বিষয়ক এই সেমিনার ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আরডিএ কর্তৃপক্ষের চেয়ারম্যান এস. এম. তুহিনুর আলম।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান।
আলোচক হিসেবে সেমিনারে অংশগ্রহণ করেন রুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. নিয়ামুল বারী ও অধ্যাপক ড. মাহমুদ সাজ্জাদ।
মূল প্রবন্ধে অধ্যাপক ড. কামরুজ্জামান সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ভূমিকম্পের প্রভাবে ক্ষতিগ্রস্ত কয়েকটি ভবনের সচিত্র উদাহরণ তুলে ধরেন এবং ওই ভবনগুলো ধ্বংসপ্রাপ্ত হওয়ার কারণ বর্ণনা করেন।
সেমিনারে অন্যতম আলোচক অধ্যাপক ড. মো. নিয়ামুল বারী বলেন, দুর্যোগে প্রস্তুতির অংশ হিসেবে ডিজাইন একটি গুরুত্বপূর্ণ অংশ। যেকোনো ধরনের দুর্যোগে শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীরা অধিকমাত্রায় ঝুঁকিতে থাকে। তাই বিল্ডিং ডিজাইনের সময় তাদের চাহিদার কথা মাথায় রাখা অতীব জরুরি। তিনি ভবন নির্মাণের আগে ভূতাত্ত্বিক জরিপের ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারের অন্যতম আলোচক অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদ বিল্ডিংয়ের ফাউন্ডেশন ফেইলর কী কারণে ঘটে সে বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। তিনি জাপান, তুরস্ক, সিরিয়াসহ কয়েকটি দেশে ঘটে যাওয়া ভূমিকম্পের উদাহরণ উপস্থাপন করেন এবং সিসমিক সার্ভে ও বিল্ডিং ইনভেন্টরি ম্যাপ সম্পর্কে সেমিনারে ধারণা দেন। এ ছাড়া বিল্ডিং ডিজাইনাররা সার্টিফাইড কি না এবং বিএনবিসি কোড অনুযায়ী ভবন নির্মাণ করা হচ্ছে কি না—সে বিষয়টি যথাযথভাবে তদারকির জন্য তিনি আরডিএ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। সয়েল টেস্টকে বিশেষ গুরুত্ব দেওয়া এবং শুধু নাম সর্বস্বভাবে সয়েল টেস্ট না করার আহ্বান জানান তিনি।
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা মশিউর রহমানের সঞ্চালনায় সেমিনারে মুক্ত আলোচনায় অংশগ্রহণ নেন আরডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল তারিক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, গবেষক মাহবুব সিদ্দিকী, রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মঞ্জিল হক, রিয়েল এস্টেট ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী এবং রাজশাহী সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ বনি আহসান।

শ. ম সাজু, রাজশাহী