নড়াইল মুক্ত দিবস পালিত
নানা আয়োজনের মধ্য দিয়ে আজ বুধবার (১০ ডিসেম্বর) নড়াইল মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার মুক্ত হয়েছিল নড়াইল জেলা। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়।
সকালে জেলা জজকোর্ট সংলগ্ন বধ্যভূমি এবং পানি উন্নয়ন বোর্ড চত্বরে অবস্থিত গণকবরে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেছে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, চিত্রা থিয়েটারসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার মো. আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিবুল হাসান, স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আহসান মাহমুদ রাসেল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ কুমার সাহা, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস এম আব্দুল হক, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এস এস বাকী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস এ মতিন, বীর মুক্তিযোদ্ধা মো. তবিবর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তফিজুর রহমান আলেক।
এছাড়াও সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুনির চৌধুরী, নড়াইল