মাহফুজ-আসিফের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগের দিন পদত্যাগ করলেন ছাত্রদের প্রতিনিধি দুই উপদেষ্টা। গতকাল বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
পদত্যাগপত্র জমা দেওয়ার পরদিনই মাহফুজ ও আসিফের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন প্রধান উপদেষ্টা।
রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এ সময় উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের দিন থেকেই সরকারে ছিলেন। স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি।
অন্যদিকে মাহফুজ আলম শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান গত বছরের ২৮ আগস্ট। ১০ নভেম্বর তিনি উপদেষ্টা হিসেবে শপথ নেন। তবে তখন তাকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। পরে এ বছরের ফেব্রুয়ারিতে উপদেষ্টার পদ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করার পর মাহফুজ আলমকে তথ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়।
আসিফ মাহমুদ সবমিলিয়ে উপদেষ্টার দায়িত্বে ছিলেন ১৫ মাস। আর মাহফুজ আলম উপদেষ্টার দায়িত্বে ছিলেন ১৩ মাস।

নিজস্ব প্রতিবেদক